Al Quran says about the sky, "
Sura Mulk:
যিনি সাত আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন। পরম
করুণাময়ের সৃষ্টিতে তুমি কোন অসামঞ্জস্য দেখতে পাবে না। তুমি আবার দৃষ্টি
ফিরাও, কোন ত্রুটি দেখতে পাও কি?"
Tafseer :
তিনি
সৃষ্টি করেছেন স্তরে স্তরে সাত আকাশ। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোন
খুঁত দেখতে পাবে না;[১] আবার তাকিয়ে দেখ, কোন ত্রুটি দেখতে পাচ্ছ কি?[২]
[১]
অর্থাৎ, তাতে কোন অসামঞ্জস্য, কোন বক্রতা এবং কোন ত্রুটি ও খুঁত নেই। বরং
তাকে একেবারে সোজা ও সমতল বানানো হয়েছে; যা এ কথা প্রমাণ করে যে, এ সবের
সৃষ্টিকর্তা হলেন কেবল একজন, একাধিক নয়।