স্মার্টটর্পেডো ওজনে হাল্কা। অনেক দূর পর্যন্ত টার্গেটে আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র। দিনে ও রাতে আবহাওয়ার যে কোনো পরিস্থিতিতে এই ক্ষেপণাস্ত্রের নিক্ষেপ সম্ভব। এতে আছে শক্তিশালী রাডার
ইলেকট্রো সিস্টেম। যা ক্ষেপণাস্ত্রটিকে নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সহায়তা করে। ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় সাড়ে ৩৫০ নটিক্যাল মাইল (৬৫০ কিলোমিটার)
ভারত সমুদ্রের গভীরে লড়াই চালানোর জন্য অস্ত্রশস্ত্র তৈরির চেষ্টা করছিল গত এক দশক ধরেই। এর আগে বিদেশ থেকে টর্পেডো কেনা হচ্ছিল। কিন্তু গত এক দশকের চেষ্টায় যে টর্পেডো ডিআরডিও তৈরি করেছে তা পৃথিবীর সেরা টর্পেডোগুলোর অন্যতম বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। স্টেল্থ সাবমেরিনকেও নিমেষে ধ্বংস করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র।
টোর্পেডো
No comments:
Post a Comment